• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

বাণিজ্য

বিইউপির শিক্ষক, কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ঋণ প্রদানের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষক, কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বিইউপি এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা সম্প্রতি সময়ে  স্বাক্ষরিত হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের পক্ষে উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার  আহসান জামান চৌধুরী, বিইউপি এর পক্ষে এয়ার কমডোর এবং ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব তাহমিদ হাসনাত খান চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে বিইউপি এর শিক্ষক , কর্মচারীগণ ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করতে পারবেন।   

উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম, বিইউপি'র পরিচালক (অর্থ ও হিসাব) ড. মোঃ নকির উদ্দীন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব দিল আফরোজা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads